Photo Credit: Twitter / evleaks
23 ফেব্রুয়ারি বার্সেলোনায় নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রণ পাঠিয়েছে HMD Global। এই ইভেন্ট থেকে Nokia 5.2 সহ একাধিক স্মার্টফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি Nokia 5.2-এর ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের সামনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ ও ডিসপ্লের নীচে থাকছে কোম্পানির লোগো।
ট্যুইটারে ইভান ব্লাস Nokia 5.2-এর ছবি প্রকাশ করেছেন। এই ফোনের পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে গ্লসি ফিনিশ ব্যবহার করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। ফোনের সামনে এই দামের অন্যান্য ফোনের মতোই ডিজাইন থাকছে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ ও ডিসপ্লের নীচে থাকছে কোম্পানির লোগো।
এটাই Samsung Galaxy Z Flip! ভিডিওতে দেখে নিন এই ফোল্ডেবল ফোন
Nokia 5.2-তে থাকতে পারে 6GB RAM ও 64GB স্টোরেজ। লঞ্চের সময় এই ফোনের দাম হতে পারে 180 মার্কিন ডলার (প্রায় 12,800 টাকা)।
সম্প্রতি ভারতে সস্তা হয়েছে Nokia 6.2 ও Nokia 7.2। 3,500 টাকা সস্তা হয়ে 12,499 টাকা দামে বিক্রি হচ্ছে Nokia 6.2। Nokia 7.2 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে 3,100 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 কিনতে 15,499 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 2,500 টাকা কমে হয়েছে 17,099 টাকা।
ডুয়াল সিম Nokia 6.2-এর ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।
ডুয়াল সিম Nokia 7.2 -এর ডিসপ্লেতেও HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 7.2 ফোনের ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন