ভারতে লঞ্চ হল নতুন Nokia 7.1। অক্টোবরে লন্ডনে প্রথম এই মোবাইল সামনে এসেছিল। Nokia 7.1 ফোনে রয়েছে 19:9 পিওরভিউ ডিসপ্লে, Snapdragon 636 চিপসেট ফাস্ট চার্কিং, 6000 সিরিজ অ্যালুমিনিয়াম বিল্ড। শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে। এছাড়াও এই ফোনে নিয়মিত Android এর সুরক্ষা প্যাচ পৌঁছাবে বলে জানানো হয়েছে।
ভারতে Nokia 7.1 এর দাম 19,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। 7 ডিসেম্বর থেকে ভারতে Nokia 7.1 বিক্রি শুরু হবে। লঞ্চ অফারে Airtel ও HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে আকর্ষনীয় অফার।
Airtel প্রিপেড গ্রাহকরা Nokia 7.1 কিনলে 1TB ডাটা বিনামূল্যে পাবেন। 199 টাকা বা তার বেশি যে কোন প্ল্যানে এই অফার গ্রাঝ্য হবে। Airtel পোস্টপেড গ্রাহকরা পাবেন বিনামূল্যে 120GB অতিরিক্ত ডাটা। সাথে বিনামূল্যে তিন মাস Netflix আর এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান। 499 টাকা বা তার বেশি দামের পোস্টপেড প্ল্যানের সাথে এই অফার পাওয়া যাবে। অফলাইন স্টোর থেকে HDFC ব্যাঙ্ক ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে Nokia 7.1 কিনলে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।
ডুয়াল সিম Nokia 7.1 এ রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Nokia 7.1 এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 7.1 ফোনে থাকছে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরায় থাকছে Zeiss লেন্স। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার। ফোনের সামনে থাকছে 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 7.1 এ থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 3060 mAh ব্যাটারি। Nokia 7.1 এর ওজন 159 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন