গত সপ্তাহে মিশরের কাইরো শহরে গোটা বিশ্বের সামনে এসেছিল Nokia 2.3। তবে কোন দেশেই এই ফোন লঞ্চ করেনি HMD Global এবার Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করল কোম্পানিটি।
ভারতে এল Nokia 110 (2019)। বৃহস্পতিবার নতুন এই ফিচার ফোন লঞ্চ করেছে HMD Global। Nokia 110 (2019) এর দাম 1,599 টাকা। কালো, নীল আর গোলাপি রঙে এই ফোন পাওয়া যাবে।
সস্তা হল Nokia 3.2 আর Nokia 4.2। Nokia 3.2 এর দাম 1,791 টাকা পর্যন্ত কমেছে। এই দুই ফোনেই Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকছে আলাদা Google Assistant বাটন।