সম্প্রতি সস্তা হয়েছে দুটি Nokia স্মার্টফোন। এই ফোন দুটি হল Nokia 2.2 আর Nokia 3.2। 6,599 টাকা আর 7,499 টাকা দামে এই ফোন পাওয়া যাবে।
জুন মাসে লঞ্চ হয়েছিল Nokia 2.2
দীপাবলির আগে অফার যেন শেষ হচ্ছে না। এবার সস্তা হল Nokia 2.2 আর Nokia 3.2। 6,599 টাকা আর 7,499 টাকা দামে এই ফোন পাওয়া যাবে। এতদিন Nokia 2.2 কিনতে 7,699 টাকা আর Nokia 3.2 কিনতে 7,999 টাকা খরচ হতো। অর্থাৎ Nokia 3.2 এর দাম 500 টাকা আর Nokia 2.2 এর দাম 1,100 টাকা কমেছে।
সস্তা হয়ে Nokia 2.2 ফোনের দাম শুরু হচ্ছে 6,599 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 2GB RAM + 16GB স্টোরেজ। 3GB RAM + 32GB স্টোরেজে Nokia 2.2 কিনতে 7,599 টাকা খরচ হবে। কালো আর স্টিল রঙে Flipkart আর Nokia স্টোর থেকে এই ফোন পাওয়া যাবে।
Nokia 3.2 এর দাম শুরু হচ্ছে 7,499 টাকা থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টেও 2GB RAM + 16GB স্টোরেজ থাকছে। 3GB RAM + 32GB স্টোরেজে Nokia 3.2 কিনতে 8,499 টাকা খরচ হবে।
ট্রিপল রিয়ার ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে সহ ভারতে এল Nokia 6.2
ডুয়াল সিম Nokia 2.2 ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 2.2 ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি আর 5W চার্জিং।
Vivo Grand Diwali Fest Sale: কোন ফোনে কত ছাড়? দেখে নিন
Nokia 3.2 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Nokia 3.2 ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Challenges India’s Antitrust Penalty Law That Could Cost It $38 Billion: Report
Amazon Black Friday 2025: Early Deals Live; Discounts on PlayStation 5, Smartphones, Laptops and More
Samsung One UI 8.5 Beta Rollout Timeline Revealed in New Leak