শুক্রবার ভারতে লঞ্চ হল Nokia 6.2। সেপ্টেম্বর মাসে বিশ্বের একাধিক দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। অবশেষে ভারতে Nokia 6.2 লঞ্চ করল HMD Global। এই ফোনে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল নচ, Full HD+ ডিসপ্লে, Snapdragon 636 চিপসেট। শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Nokia 6.2। সাথে থাকছে 64GB স্টোরেজ। Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে।
Redmi 8A রিভিউ: বাজেট সেগমেন্টে এটাই সেরা স্মার্টফোন?
Nokia 6.2 এর দাম 15,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই Amazon.in থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হয়েছে। অফলাইন স্টোরেও পাওয়া যাবে Nokia 6.2।
HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে Nokia 6.2 কিনলে 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Nokia 6.2 কিনলে 10100 তাকা পর্যন্ত ছাড় মিলবে।
আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব জিও গ্রাহককে: আপনি কোন দলে?
ডুয়াল সিম Nokia 6.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Oppo K5
কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন