সস্তা হল Nokia 3.2 আর Nokia 4.2। Nokia 3.2 এর দাম 1,791 টাকা পর্যন্ত কমেছে। এই দুই ফোনেই Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকছে আলাদা Google Assistant বাটন।
দুটি রঙে পাওয়া যাবে Nokia 3.2
ভারতে সস্তা হল Nokia 3.2 আর Nokia 4.2। চলতি বছরে ভারতে এই দুই বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল Nokia। জুন মাসে সাময়িকভাবে এই দুই ফোনের দাম 500 টাকা কমিয়েছিল HMD Global। আরও একবার সস্তা হল Nokia 3.2 আর Nokia 4.2। Nokia 3.2 এর দাম 1,791 টাকা পর্যন্ত কমেছে। Nokia 4.2 এর দাম কমেছে 1,491 টাকা। এই দুই ফোনেই Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকছে আলাদা Google Assistant বাটন।
2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 3.2 এর দাম কমে হয়েছে 7,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 8,999 টাকা। কালো ও স্টিল রঙে পাওয়া যাবে Nokia 3.2। Nokia 4.2 কিনতে 9,499 টাকা খরচ হবে। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে Nokia 4.2।
ইতিমধ্যেই Nokia অনলাইন স্টোরে নতুন দামে এই দুই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। বিশেষ অফারে এই দুই ফোন কিনলে 2,500 টাকা ক্যাশব্যাক পাবেন Vodafone Idea গ্রাহকরা। মোট 50 টি 50 টাকা ভাউচার পাওয়া যাবে। সাথে থাকছে 9 মাসের নো কস্ট ইএমআই।
Nokia 3.2 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Nokia 3.2 ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
ডুয়াল সিম Nokia 4.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Nokia 4.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 4.2 তে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 4.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, NFC, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iOS 26.2 Beta 1 Reportedly Includes References to 'Apple Creator Studio'
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026