জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 2.2। ইতিমধ্যেই এই ফোনের দাম একবার কমিয়েছিল HMD Global। একই সাথে সস্তা হয়েছিল Nokia 3.2। এবার আরও সস্তা হল Nokia 2.2। Android One প্রোগ্রামের অধীনে জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 2.2। এই ফোনে রয়েছে একটি MediaTek Helio A22 চিপসেট। সস্তা হয়ে Realme C2, Asus ZenFone Max M1 আর Redmi 8 কে কড়া টক্কর দেবে Nokia 2.2।
2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 2.2 এর দাম কমে হয়েছে 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,999 টাকা খরচ হবে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোরে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Nokia 2.2 ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 2.2 ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 2.2 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি।
আরও পড়ুন:
দশ হাজারের কমেই মিলবে 48MP ক্যামেরা! লঞ্চ হল Realme 5s
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন