গত সপ্তাহে মিশরের কাইরো শহরে গোটা বিশ্বের সামনে এসেছিল Nokia 2.3। তবে কোন দেশেই এই ফোন লঞ্চ করেনি HMD Global এবার Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করল কোম্পানিটি।
Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)
গত সপ্তাহে মিশরের কাইরো শহরে গোটা বিশ্বের সামনে এসেছিল Nokia 2.3। তবে কোন দেশেই এই ফোন লঞ্চ করেনি HMD Global এবার Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করল কোম্পানিটি। টিজার প্রকাশের পরেই বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে এই বাজেট স্মার্টফোন। Nokia 2.3 ফোনে রয়েছে আলাদা Google Asistant বাটন। কোম্পানির দাবি এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।
ভারতে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করেছে HMD Global। যদিও কবে ভারতে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। গত সপ্তাহে হ্মড গ্লবাল জানিয়েছিল Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Reliance Jio Launches Happy New Year 2026 Plans With Unlimited 5G Access, Google Gemini Pro
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?