Nokia 7.2 ফোনে রয়েছে HDR10 ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি। ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে একটি 48MP সেন্সর। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে শিঘ্রই Nokia 7.2 ফোনে Android 10 আপডেট পৌঁছাবে।
সেপ্টেম্বরেই বার্লিনা লঞ্চ হয়েছিল Nokia 7.2
চলতি সপ্তাহে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Nokia 7.2। বৃহস্পতিবার ভারতে এই স্মার্টফোন লঞ্চ করল HDM Global। Nokia 7.2 ফোনে রয়েছে HDR10 ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি। ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে একটি 48MP সেন্সর। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে শিঘ্রই Nokia 7.2 ফোনে Android 10 আপডেট পৌঁছাবে।
4GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 এর দাম 18,599 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 কিনতে 19,599 টাকা খরচ হবে। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ভারতে 23 সেপ্টেম্বর Nokia 7.2 bikri Suru korobe HMD Global। Flipkart, কোম্পানির অনলাইন স্টোর আর অফলাইনে পাওয়া যাবে এই মিডরেঞ্জ স্মার্টফোন।
ডুয়াল সিম Nokia 7.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 7.2 ফোনের ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone Air 2 Tipped for Fall Launch as Apple Rethinks Slim Phone Strategy
Xiaomi 17 Visits BIS Certification Site, Likely to Launch in India Soon