2019 সালের ডিসেম্বরে ভারতের স্নার্ট টিভির বাজারে প্রবেশ করেছিল Nokia। শুরুতেই 55 ইঞ্চি স্মার্ট টিভি দিয়ে ইনিংস শুরু করেছিল কোম্পানিটি। বৃহস্পতিবার লঞ্চ হল Nokia Smart TV 43 ইঞ্চি মডেল। করোনাভাইরাস পরিস্থিতির জন্য কিছুটা দেরিতে এই টিভি বাজারে এল। কোম্পানির নতুন স্মার্ট টিভিতে থাকছে JBL অডিও ও Bolby Vision সাপোর্ট।
Nokia Smart TV 43 ইঞ্চির দাম 31,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকে এই টিভি কেনা যাবে। 8 জুন দুপুর 12 টায় বিক্রি শুরু হচ্ছে।
Nokia Smart TV 43 ইঞ্চি মডেলে Android 9 Pie TV অপারেটিং সিস্টেম চলবে। এই টিভিতে একটি 43 ইঞ্চি FHD ডিসপ্লে থাকবে। 55 ইঞ্চি মডেলে 4K ডিসপ্লে ব্যবহার করেছিল Nokia। 16GB স্টরেজে ভারতে এই টিভির দাম 41,999 টাকা। রয়েছে দুটি 12W স্পিকার।
এই টিভিতে তিনটি এইচডিএমআই, দুটি ইউএসবি, একটি ডিজিটাল অডিও, একটি আরএফ কানেটিভিটি পোর্টো একটি অ্যানালগ অডিও পোর্ট দিয়েছে কোম্পানি। দুটি AAA ব্যাটারিতে এই টিভির রিমোট চলবে। থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। নতুন এই স্মার্ট টিভির ওজন 9.4 কিলোগ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন