Nokia 7.2 এর দাম শুরু হচ্ছে18,599 টাকা থেকে। এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি।
Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 7.2। সোমবার ভারতে বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। Nokia 7.2 ফোনে রয়েছে HDR10 ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি। ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে একটি 48MP সেন্সর। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে শিঘ্রই Nokia 7.2 ফোনে Android 10 আপডেট পৌঁছাবে।
4GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 এর দাম 18,599 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 কিনতে 19,599 টাকা খরচ হবে। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। আজ ভারতে বিক্রি শুরু হবে Nokia 7.2। Flipkart, কোম্পানির অনলাইন স্টোর আর অফলাইনে পাওয়া যাবে এই মিডরেঞ্জ স্মার্টফোন।
31 অক্টোবরের আগে অফলাইন স্টোর থেকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে Nokia 7.2 কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। Jio গ্রাহকদের জন্য থাকছে 7,200 টাকার সুবিধা। কোম্পানির অফিশিয়াল অনলাইন স্টোর থেকে এই ফোন কিনলে 2,000 টাকা গিফট কার্ড পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Flipkart থেকে Nokia 7.2 কিনলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় মিলবে।
চোখ ধাঁধানো স্পেসিফিকেশন নিয়ে আজ ভারতে আসছে Asus ROG Phone 2
ডুয়াল সিম Nokia 7.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন, বিক্রি শুরু হল Moto E6s
কানেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 7.2 ফোনের ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Co-Founder Says GTA Games Won't Work if Set Outside the US
Red Magic 11 Pro Launched Globally With Snapdragon Elite Gen 5, Slightly Smaller Battery: Price, Specifications