সেপ্টেম্বর মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Nokia 6.2। শুক্রবার ভারতে এই ফোন লঞ্চ করবে HMD Global।
Nokia 6.2 ফোনে Snapdragon 636 চিপসেট থাকছে
সেপ্টেম্বর মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Nokia 6.2। শুক্রবার ভারতে এই ফোন লঞ্চ করবে HMD Global। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে। বিশ্ব বাজারে লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল শীঘ্রই এই ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে। Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে।
আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব Jio গ্রাহককে: আপনি কোন দলে?
Nokia 6.2 এর দাম 199 ইউরো (প্রায় 15,800 টাকা)। শুক্রবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Nokia 6.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Oppo K5
কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
PS Plus Monthly Games for January Include NFS Unbound, Epic Mickey: Rebrushed and Core Keeper
Microsoft CEO Satya Nadella Says AI Must Evolve From Models to Systems for Real-World Impact