2016 সালের জুন মাসে লঞ্চ হয়েছিল OnePlus 3। এর ছয় মাস পরে বাজারে এসেছিল OnePlus 3T। সেই বছর প্রথম এক বছরে দুই বার স্মার্টফোন লঞ্চ করেছিল OnePlus। লঞ্চের সময় এই দুটি ফোনে Android Marshmallow অপারেটিং সিস্টেম চলত। অবশেষে এই দুটি ফোনে লেটেস্ট Android 9 Pie আপডেট পৌঁছাতে চলেছে।
Android Marshmallow অপারেটিং সিস্টেমের সাথে 2016 সালে এই দুটি ফোন লঞ্চ হয়েছিল। 2018 সালের শেষে OnePlus 3, OnePlus 3T ফোনে Android 9 Pie আপডেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল চিনের কোম্পানিটি। সেই সময় অতিক্রম করে গেলেও অবশেষে এই আপোডেট পৌঁছাল OnePlus 3, OnePlus 3T ফোনে।
XDA Developers ফোরামে এক পোস্টে জানানো হয়েছে ইতিমধ্যেই চিনের Hydrogen OS স্কিনে OnePlus 3, OnePlus 3T ফোন টেস্ট করতে দেখা গিয়েছে। নতুন ভার্সানে থাকছে Android 9 Pie। চিনের বাইরে এই দুটি ফোনে চলে কোম্পানির নিজস্ব Oxygen OS স্কিন। সেই স্কিনেও শিঘ্রই যোগ হতে পারে Android 9 Pie।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন