গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে নতুন Oneplus 6। আর এর মধ্যেই নতুন সফটওয়ার আপডেট পেয়েছে লেটেস্ট এই ফ্ল্যাগশিপ। নতুন এই আপডেটে আছে মে মাসের সিকিউরিটি প্যাচ আর একাধিক নতুন ক্যামেরা ফিচার। এছাড়াও যোগ হয়েছে নতুন Oneplus Switch অ্যাপ। এবার নতুন OxygenOS 5.1.5 আপডেটে থাকছে একাধিক বাগ ফিক্স ও আরও ভালো পারফর্মেন্স।
Oneplus 6 এর Settings > System Updates এ গেলে ইউজাররা দেখতে পাবেন নতুন OxygenOS 5.1.5 আপডেট। এছাড়াও Oneplus ফোরাম থেকে আপডেটটি কম্পিউটারে ডাউনলোড করে নির্দেশ ফলো করে নিজের ফোনে এই আপডের ইন্সটল করে নিতে পারবেন গ্রাহকরা। যদিও এই আপডেটের আগে নিজের ফোনের ব্যাক আপ নিয়ে নিয়ে রাখলে আপডেটের সময় কিছু গড়বড় হলে পুরনো ভার্সানে ফিরে যেতে সমস্যা হবে না।
নতুন এই আপডেটে পাবেন মে মাসের লেটেস্ট সিকিউরিটি প্যাচ। এছাড়াও ফোনের নচটি ডিসেবেল করার অপশান যোগ হয়েছে এই আপডেটে। অর্থাৎ ফোনের নচটি হাইড করার জন্য উপরের বারটি সম্পূর্ণ কালো করে দেওয়া যাবে। ইতিমধ্যেই এই ফিচার দেখা গিয়েছে Huawei এর ফোনগুলিতে। এবার থেকে সুপার স্লো মোশান ভিডিও রেকর্ড করা যাবে Oneplus 6 এ। 480fps এ 720p ভিডিও আর 240fps এ 1080p ভিডিও রেকর্ড করা যাবে এই আপডেটের পরে। OxygenOS 5.1.3 এর পরে Oneplus 6 পোট্রেট মোডে কুইক ক্যাপচার ফিচার। এছাড়াও গ্যালারি অ্যাপে বদল এসেছিল এই আপডেটে।
Amazon, OnePlus.in, ও Croma স্টোরে পাওয়া যাচ্ছে OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ। OnePlus 6 এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা। এই ফোনে আসছে Snapdragon 845 চিপসেট আর ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও কোম্পানির নিজস্ব ড্যাশ চার্জিং টেকনোলজির মাধ্যমে মাত্র 30 মিনিট চার্জ করেই গোটা দিন ব্যাবহার করা যাবে এই ফোন। তবে 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 39,999 টাকা। আপাতত মিরর ব্ল্যাক আর মিডনাইট ব্ল্যাক এই দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন