বৃহস্পতিবার, মুম্বাইতে ওয়ান প্লাস 6 এর মারভেল অ্যাভেঞ্জারস সীমিত সংস্করণ প্রকাশ করা হল । বিশ্বের সকলের সামনে ফোনটি নিয়ে আসা হয় লন্ডনে বুধবার। মারভেল অ্যাভেঞ্জারস সীমিত সংস্করণ এর প্রথম ঝলক দেখা গিয়েছিল চায়নায়। এই ফোনে থাকবে এই কোম্পানির সমস্ত বৈশিষ্ট্য, তার সাথে থাকবে আই ফোন এক্স এর মত ডিসপ্লে এবং এটি এই কোম্পানির প্রথম ফোন যার পুরো শরীর কাঁচের। সাথেই এই কোম্পানি প্রথম বার নিয়ে এলো 256 জি বি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট স্মার্ট ফোন।
লঞ্চ অনুষ্ঠানে এই কোম্পানির পক্ষ থেকে বলা হয় যে ভারত ব্যাপী 8 টা নতুন ওয়ান প্লাস এক্সপেরিয়েন্স স্টোর খোলা হবে ,তার সাথে খোলা হবে 10 টি নতুন সার্ভিস সেন্টার । এই কোম্পানি লঞ্চ করেছে ওয়ান প্লাস বুলেটেস ওয়্যারলেস হেড ফোন, যা ভারতে উপলব্ধ হবে আগামী মাস থেকে। এর দাম ধার্য করা হয়েছে 3,999 টাকা।
ওয়ান প্লাস 6 এর দাম ভারতে, লঞ্চের অফার।
6 জি বি র্যাম এবং 64 জি বি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট ফোনের দাম ধার্য করা হয়েছে 34,999 এবং8 জি বি র্যাম 128 জি ইন্টারনাল ফোনের দাম ধার্য করা হয়েছে 39,999 টাকা। এই ফোন উপলব্ধ 3 টি রঙে মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক এবং সিল্ক হোয়াইট সীমিত সংস্করণে। কোম্পানির সূত্রে জানা যায় সীমিত সংস্করণ টি পাওয়া যাবে 29 এ মে আমাজন সেলে। সিল্ক হোয়াইট টি মিলবে 5 ই জুন থেকে।
আমাজন প্রাইম সদস্য রা এই ফোন টি সেলে পাবেন 21 এ মে থেকে।এবং বাকিরা এই ফোন টি পাবেন 22 এ মে আমাজন সেলে। এই ফোন পাওয়া যাবে ওয়ান প্লাস স্টোরে। যারা এই ফোনে আগে বুক করেছেন আমাজন ফাস্ট সেলে তারা পাবেন 3মাস অতিরিক্ত ওয়ারেন্টি এবং 1000 টাকা পে ব্যাল্যান্স ক্যাশ ব্যাক।
ওয়ান প্লাস দিচ্ছে 12 মাসের ডেমেজ ইনস্যুরেন্স এবং 250 টাকার আমাজন প্রাইম বিডিও গিফ্ট কার্ড, তা ছাড়া দিচ্ছে আমাজন কিনডেল থেকে ই বই কেনার ওপর 500 টাকা ছাড়।
ওয়ান প্লাস 6 মারভেল অ্যাভেঞ্জারস সীমিত সংস্করণ
বাকি ফোনের সাথে এই সীমিত সংস্করণটি নীচে আলাদা হয় বাজারে আসবে । 256 স্টোরেজ র্বন 8 জি বি র্যাম র সাথে এই ফোনে আছে কার্বন ফাইবার টেক্সচার, গরিলা গ্লাস 5 এবং অ্যাভেঞ্জারস লোগো ফোনের পেছনের দিকে। ফোনের বক্সের মধ্যে মিলবে অ্যাভেঞ্জারস এর সীমিত সংস্করণের আয়রন ম্যান কেস এবং অ্যাভেঞ্জারস মেডেল তার সাথে থাকবে 5 টি অ্যাভেঞ্জারস ওয়াল পেপার।
ওয়ান প্লাস 6 এর বৈশিষ্ট্য
এই ডুয়েল সিম ফোন টি অক্সিজেন ও এস 5.1 এর ওপর ভিত্তি করে এন্ড্রয়েড 8.1 ওরিও তে চলে। 16 মে থেকে বলা হয়েছিল যে এই ফোন টি এন্ড্রয়েড পিস্টেশিও বিটা ফর্মেও পাওয়া যাবে।
কিন্তু ফোনটি প্রকাশ করার সময় ওয়ান প্লাসের সহ প্রতিষ্ঠাতা কার্ল পেই ঘোষণা করেন যে কিছু দিনের মধ্যেই ওই আপডেট টি কোম্পানির সাইট থেকে ডাউনলোড করা যাবে।
ওয়ান প্লাস 6 স্পোর্টস এর রয়েছে 6.28 ইঞ্চি পুরো এইচ ডি ডিসপ্লে, রয়েছে পুরো অপটিক আমোল্ড ডিসপ্লে যার এসপেক্ট রেশিও 19:9। গরিলা গ্লাস 5 এর ও সুবিধা রয়েছে এই ফোনে। কোয়ালকম স্নাপড্রাগণ 845 প্রসেসরের সাথে রয়েছে 6 বা 8 জিবি র্যাম এবং আড্রিনো 630 জি পি ইউ।
ওয়ান প্লাস 6 এর ক্যামেরার সাথে ওয়ান প্লাস 5টি র ক্যামেরার বেশ মিল আছে। ওয়ান প্লাস 6 এর প্ৰধান ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং 20 মেগাপিক্সেল নিজস্বী ক্যামেরা, এল ই ডি ফ্ল্যাশ ও রয়েছে রেয়ার ক্যামেরায়।
ওয়ান প্লাস 6 স্পোর্টস এ রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা ও রয়েছে। তা ছাড়াও রয়েছে ফেস আনলকের বৈশিষ্ট্য।
ওয়ান প্লাস 6 কে তিনটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে, 64 জি বি, 128 গি বি ও 256 জি বি। কিন্তু কোনও তেই মাইক্রো এস ডি কার্ড দ্বারা স্টোরেজ বাড়ানো যাবেনা। ভোলটি, ওয়াই ফাই ও ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সুবিধা রয়েছে।
ওয়ান প্লাস 6 3300 mah ব্যাটারি তে চলে, ফাস্ট চারজিং এর সুবিধাও রয়েছে। ফোনটির ওজন 177 গ্রাম। জানা গিয়েছে, হাল্কা জল ও বৃষ্টির ঝাপটার লাগলে এই ফোনটির কোনও ক্ষতি হবেনা। স্ক্রিন এবং ফোনের ব্যাটারির মাঝে একটি বিশেষ ফোম ব্যবহার করা হয়েছে যেটা ওয়ারে জল ঢোকার থেকে রক্ষা করে। হেডফোন জ্যাক ও ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ও ওয়াটার প্রুফ জিনিস ব্যবহার করা হয়েছে। তবে ওয়ান প্লাস কোনও আই পি রেটিং দেয়নি এই ফোনে, তাই ফোন টি কে বেশি জলের সংস্পর্শে না আনাই ভালো।