মে মাসে লঞ্চ হয়েছল OnePlus 7 Pro। ইতিমধ্যেই মিরর গ্রে আর নেবুলা ব্লু রঙে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। এবার আমন্ড রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 14 জুন OnePlus 7 Pro এর তিন নম্বর কালার ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার।
নতুন OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। পারফর্মেন্সের জন্য OnePlus 7 Pro ফোনে Snapdragon 855চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ব্যবহার করেছে OnePlus। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার।
6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম শুরু হচ্ছে 48,999 টাকা থেকে। আমন্ড রঙে শুধুমাত্র 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro পাওয়া যাবে। এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা।
OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন