Photo Credit: PriceBaba x @OnLeaks
কয়েক দিন আগেই OnePlus 7T ফোনের বৃত্তাকার ক্যামেরা মডিউলের ছবি সামনে এসেছিল। এবার একটি 360 ডিগ্রি ভিডিওতে দেখা গেল এই ফোন। ভিডিওতে এই ফোনের ডিজাইন সব দিক থেকে দেখা গিয়েছে। OnePlus 7 ফোনে ডুয়াল ক্যামেরা ব্যবহার হলেও OnePlus 7T ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। OnePlus 6T আর OnePlus 7 এর মতোই OnePlus 7T ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। ভিডিওতে OnePlus 7T ফোনের পিছনে গ্লসি ফিনিশ দেখা গিয়েছে।
সম্প্রতি PriceBaba ওয়েবসাইটে OnePlus 7T ফোনের এই ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে সব দিক থেকে OnePlus 7T ফোন দেখা গিয়েছে। OnePlus 7 ফোনের সাথে OnePlus 7T ফোনের ক্যামেরা মডিউল ছাড়া অন্য কোন বিভাগের ডিজাইনে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। OnePlus 7T ফোনের পিছনে বৃত্তাকার মডিউলে তিনটি ক্যামেরা থাকবে। সাথে থাকবে LED ফ্ল্যাশ।
ফোনের পিছনে ক্যামেরা সেন্সরগুলির মধ্যে একটি করে দাগ টেনেছে OnePlus। যা এই ফোনের ক্যামেরা মডিউলকে অন্য যে কোন ফোনের ক্যামেরা মডিউলের থেকে আলাদা করেছে। তবে এই ফোনের ট্রিপল ক্যামেরা সেট আপের ছবি ও ভিডিও সামনে এলেও এখনও ক্যামেরায় কী সেন্সর থাকবে জানা যায়নি। এই ফোনের সামনে ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচে থাকবে সেলফি ক্যামেরা।
ফোনের ডান দিকে থাকছে পাওয়ার আর ভলিউম বাটন। ফোনের উপরে থাকছে একটি মাইক্রোফোন, নীচে থাকছে সিম স্লট, USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। OnePlus 6T আর OnePlus 7 এর মতোই OnePlus 7T ফোনে কোন 3.5 মিমি হেডফোন জ্যাক থাকছে না।
ফোনের পিছনে গ্লসি ফিনিশের সাথেই থাকছে কার্ভড ফিনিশ। ফোনের পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউলটি তুলনার একটু উঁচু। ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। OnePlus 7T ফোনের ভিতরে থাকতে পারে একটি Snapdragon 855 Plus চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন