অনেক দিন ধরেই ইন্টারনেটে OnePlus 7T আর OnePlus 7T Pro ফোনের বিভিন্ন ফিচার সামনে আসছে। সম্প্রতি OnePlus জানিয়েছে 26 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। OnePlus 7T ফোনে থাকবে একটি 90Hz ডিসপ্লে। OnePlus 7T সিরিজের সাথেই ভারতে আসবে OnePlus TV। এই টিভিতে থাকবে 55 ইঞ্চি QLED ডিসপ্লে।
OnePlus অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে শিঘ্রই লঞ্চ হবে OnePlus 7T সিরিজ। পরে এক প্রেস বিবৃতিতে কোম্পানি জানিয়েছে 26 সেপ্টেম্বর ভারতে আসছে এই দুই স্মার্টফোন। এই ইভেন্টে লঞ্চ হবে OnePlus 7T আর OnePlus 7T Pro। OnePlus 7T ফোনে OnePlus 7 Pro এর মতো 90 Hz ডিসপ্লে থাকবে।
সম্প্রতি YouTube এ একটি টিজার পোস্ট করেছে OnePlus। এই টিজার থেকে জানা গিয়েছে একই ইভেন্টে লঞ্চ হবে OnnePlus TV। 26 সেপ্টেম্বর নতুন দিল্লি ও লন্ডনে এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে।
OnePlus 7T সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus 7T ফোনে থাকতে পারে 6.55 ইঞ্চি AMOLED HDR 10+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকবে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 855+ চিপসেট 8GB RAM আর 256GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 3,800 mAh ব্যাটারি। সাথে থাকবে 30W ফাস্ট চার্জিং।
OnePlus 7T Pro ফোনে থাকতে পারে 6.65 ইঞ্চি AMOLED HDR 10+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকবে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 855+ চিপসেট 8GB RAM আর 256GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন