স্মার্টফোন ক্যামেরায় একাধিক নতুন ফিচার নিয়ে আসবে OnePlus। শীঘ্রই OnePlus ফোনের ক্যামেরায় যোগ হবে আপডেটের অটো-ফোকাস, 4K ভিডিওতে স্টেবিলাইজেশন। সম্প্রতি গ্রাহকদের থেকে প্রতিক্রিয়া নিয়ে চলতি বছর হার্ডওয়্যার ও সফটওয়্যারে এই ফিচার যোগ করার প্রতিশ্রুতি দিয়েছে চিনের কোম্পানিটি।
সম্প্রতি এক ফোরাম পোস্টে OnePlus জানিয়েছে স্মার্টফোনের সব ক্যামেরায় একই ধরনের এক্সপোজার, কালার ও হোয়াইট ব্যালেন্স পাওয়া যাবে। এছাড়াও অটো-ফোকাস বিভাগে উন্নতি করতে হার্ডওয়্যার ও সফটওয়্যার বিভাগে বড় পরিবর্তন আনছে OnePlus।
লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 8 Pro-এর স্পেসিফিকেশন
গ্রাহকের প্রতিক্রিয়া থেকে ছবির স্কিন টোনে উন্নতির চেষ্টা করছে কোম্পানি। ভবিষ্যতে আপডেটের পর OnePlus স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবিতে আগের থেকে ভালো স্কিন টোন পাওয়া যাবে। এছাড়াও ভিডিও রেকর্ডের সময় এইচডিআর মোড ডাইনামিক রেঞ্জে উন্নতি হবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
OnePlus এর বেশিরভাগ ফোনে 4K ভিডিও রেকর্ড সাপোর্ট থাকলেও সব ক্যামেরা ব্যবহার করে 4K ভিডিও রেকর্ড করা যায় না। ভবিষ্যতের স্মার্টফোনে সব ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড সাপোর্ট আনছে চিনের কোম্পানিটি।
এছাড়াও ছবির মতোই ভিডিও রেকর্ডের সময়েও বিশেষ নাইট মোড ব্যবহার হতে তারে। কোম্পানি জানিয়েছে 4K ভিডিও রেকর্ডের সময় বাড়ানোর কাজ চলছে। এছাড়াও টাইম ল্যাপস ভিডিওতে আসছে জুম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন