26 সেপ্টেম্বর নতুন স্মার্টফোন লঞ্চ করবে OnePlus। ঐ দিন ভারতে লঞ্চ হবে OnePlus 7T আর OnePlus 7T Pro। এতদিন সোশ্যাল মিডিয়ায় OnePlus 7T ফোনের একাধিক ছবি সামনে এসেছে। এবার OnePlus 7T ফোনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন OnePlus সিইও পিট লাও। সেখানে OnePlus 7T ফোনের পিছনে সার্কুলার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। থাকছে তিনটি ক্যামেরা থাকছে। এছাড়াও OnePlus 7T ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনের পিছনে থাকছে কার্ভড গ্লাস।
ইতিমধ্যেই OnePlus 7T ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় 17 মিমি, 26 মিমি আর 51 মিমি ফোকাল লেন্থ থাকবে। ফোনের পিছনে গ্লাস ফিনিশ থাকলেও OnePlus 7T এর পাশে থাকছে মেটাল ফ্রেম। এই ফোনে একটি 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করেছে OnePlus। OnePlus 7 Pro ফোনেও একই ধরনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল। 26 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে OnePlus 7T।
OnePlus 7T ফোনে একটি 6.55 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে HDR 10+ সাপোর্ট থাকছে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 7T ফোনের ভিতরে থাকবে 3,800 mAh ব্যাটারি। সাথে থাকবে 30W র্যাপ চার্জ।
ছবি তোলার জন্য OnePlus 7T ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। 26 সেপ্টেম্বর ভারতে OnePlus 7T এর সাথেই লঞ্চ হবে OnePlus 7T Pro আর OnePlus TV।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন