নতুন সপ্তাহের শুরুতেই আরও একটি নতুন ফোন নিয়ে এল Oppo। সোমবার বাজারে এসেছে Oppo A12। এই ফোনের পিছনে একাধিক Realme ফোনের মতো ডায়মন্ড কাট ডিজাইন দেখা যাবে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। কম দামের এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট ও 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
আপাতত ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Oppo A12। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 12,300 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
12GB RAM, 5G সাপোর্ট সহ লঞ্চ হল Oppo Find X2 Lite
ডুয়াল সিম Oppo A12-এ Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.1.2 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। 450nits ব্রাইটনেসের এই ডিসপ্লের উপরে Gorilla Glass 3-র সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।
Oppo A12-এর পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Bluetooth 5.0, GPS, Beidu ও Glonass। ফোনের ভিতরে রয়েছে 4,320 mAh ব্যাটারি। যদিও এই ফোনে কোন ফাস্ট চার্জিং থাকছে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন