Oppo কোম্পানী বিগত বৃহস্পতিবার নিজস্ব কিছু ডিভাইস লঞ্চ করেছে। যার মধ্যে একটি Oppo Enco X3 ইয়ারফোন। মনে করা হচ্ছে, ইয়ারফোনটি OnePlus Buds Pro 3-এর পরিবর্তিত সংস্করণের রূপে প্রকাশ করা হয়েছে। Opoo Enco X3 ইয়ারফোনটিতে এক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC)-এর সুবিধাও দেওয়া হয়েছে। কোম্পানী, নতুন Enco X3 ইয়ারফোনটি 43 ঘন্টা পর্যন্ত ব্যাটারী লাইফের দাবি করে
Oppo এবং OnePlus-এর ফোনগুলি নতুন ColorOS-এর সমর্থন পেয়েছে।এটি নতুন অপারেটিং সিস্টেম হিসেবে কোম্পানীর বিভিন্ন স্মার্টফোনগুলোতে যুক্ত করা হয়েছে। এটি বিভিন্ন AI বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে। যার দ্বারা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নতমানের হতে চলেছে। এটিতে একটি অনস্ক্রিন বিষয়বস্তু সম্বন্ধীয় সচেতনতার ক্ষমতা রয়েছে
Oppo কোম্পানী নিয়ে এসেছে তাদের নতুন একটি স্মার্টফোন Oppo K12 Plus। ফোনটি বর্তমানে চীনে উন্মোচিত হয়েছে। Oppo K12 Plus ফোনটি 12জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পের সাথে উপস্থিত হয়েছে। এটিতে একটি 6,400 mAh-এর ব্যাটারী আছে। কোম্পানীর নতুন হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা চালিত
ভারতে স্মার্টফোন বিক্রিতে Samsung কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল Vivo। 2020 সালের প্রথম ত্রৈমাসিকে গোটা দেশে মোট 67 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি।