Oppo Reno 15 FS 5G-এর ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Photo Credit: Oppo
Oppo Reno 15 FS 5G features a 50-megapixel triple rear camera unit
Oppo Reno 15 সিরিজের অধীনে জানুয়ারি মাসের শুরুতে চারটি নতুন মডেল ভারতে লঞ্চ হয়েছিল — Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G, এবং Reno 15c 5G। চাইনিজ সংস্থাটি এবার এই লাইনআপের পঞ্চম স্মার্টফোন রিলিজের ঘোষণা করেছে। Oppo Reno 15 FS 5G নামে সেই ফোনটি 6,500mAh ব্যাটারি ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে দেশের বাইরে লঞ্চ হয়েছে। নতুন ডিভাইসের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, 80W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, eSIM সাপোর্ট, ইত্যাদি।
ওপ্পো রেনো 15এফএস 5G স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা উভয় 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও, ক্যামেরায় স্লো মোশন, টাইমল্যাপস, ডুয়াল ভিউ ভিডিও মোড, ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) আছে৷ এতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম ও 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
Oppo Reno 15FS 5G এর সামনে একটি 6.59 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1,400 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.07 বিলিয়ন কালার, এবং FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল) সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
স্মার্টফোনটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম ইন্টারফেসের সাথে এসেছে। ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং আছে। মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
Oppo Reno 15FS 5G ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে। এটি ওপ্পো পোলান্ডের ওয়েবসাইটে 1,999 PLN মূল্যে লিস্টেড আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 40,600 টাকার সমান। এটি 8 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনের দাম। হ্যান্ডসেটটি অরোরা ব্লু এবং টোয়াইলাইট ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xbox Game Pass Wave 2 Lineup for January Announced: Death Stranding Director's Cut, Space Marine 2 and More
Best Laser Printers with Scanners That You Can Buy in India Right Now
iPhone 18 Pro, iPhone 18 Pro Max to Feature Centre-Aligned Selfie Camera Housed Inside Smaller Dynamic Island, Tipster Claims