Oppo Find X10 কোম্পানির অন্যতম আকর্ষণীয় বেস ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে উঠতে পারে।
Oppo Find X10 is expected to succeed the Oppo Find X9 (pictured)
Oppo Find X9 সিরিজ অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল। চাইনিজ সংস্থাটি Find X9 এবং Find X9 Pro পরের মাসে ভারতে এনেছিল। অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো Find X9 লাইনআপের স্ট্যান্ডার্ড ও প্রো ভ্যারিয়েন্টের মধ্যে পারফরম্যান্স গ্যাপ অনেকটা। উভয় মডেলে একই প্রসেসর থাকলেও, টেলিফটো ক্যামেরা আলাদা। উত্তরসূরী Oppo Find X10 ঠিক এখানেই বাজিমাত করতে আসছে। সংস্থার আপকামিং প্রিমিয়াম ফোনে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকার দাবি করা হয়েছে। যদি প্রাথমিক তথ্য সত্যি হয়, তাহলে Oppo Find X10 কোম্পানির ইতিহাসে অন্যতম আকর্ষণীয় বেস ফ্ল্যাগশিপ মডেল হয়ে উঠতে পারে।
জনপ্রিয় টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট অনুসারে, Oppo বর্তমানে Find X10 মডেলের জন্য একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর পরীক্ষা করছে। যদি এই খবর সত্যি প্রমাণিত হয়, তাহলে এটি পূর্বসূরী মডেলের হার্ডওয়্যারের তুলনায় বড় মাপের আপগ্রেড হতে চলেছে। প্রসঙ্গত, Find X9 একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে এসেছে।
অন্য দিকে, Find X9 Pro এর পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 200 মেগাপিক্সেলের ও এটি 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। আসন্ন Oppo Find X10 মডেলে Samsung ISOCELL H5 টেলিফটো সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা। আবার কোম্পানি অন্য কোম্পানির ক্যামেরা নির্বাচনের পথেও ঝুঁকতে পারে।
জানিয়ে রাখি, হাই-রেজোলিউশন টেলিফটো ক্যামেরা একাধিক সুবিধা প্রদান করে। ওপ্পো ফাইন্ড এক্স10 তার 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্সের সাহায্যে দূরের বস্তুর আরও শার্প ছবি, কম আলোয় উন্নত জুম পারফরম্যান্স, এবং ছবি ক্রপ করার ক্ষেত্রে বেশি ফ্লেক্সিবিলিটি দিতে সক্ষম হবে। ফ্ল্যাগশিপ ফোনটি 2026 সালের অক্টোবর বা নভেম্বর মাসে লঞ্চ হতে পারে। ফলে হাতে এখনও প্রচুর সময় বাকি আছে।
উল্লেখ্য, Oppo Find X9 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।
অন্য দিকে, Oppo Find X9 Pro এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.5 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম, f/2.1 অ্যাপারচার, ও 70 মিমি লেন্স সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন