Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500 প্রসেসরে রান করে।
Oppo Find X9 Pro is equipped with a 200-megapixel telephoto camera
Oppo Find X9 সিরিজ আজ আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে দু'টি ফ্ল্যাগশিপ ফোন এ দেশে এসেছে — Find X9 এবং Find X9 Pro। উভয় ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর ও লেটেস্ট Android 16-ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন রয়েছে। Oppo Find X9 লাইনআপের অন্যতম হাইলাইট হল ক্যামেরা সেটআপ। ফোনগুলি Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম পেয়েছে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। এই সিরিজের অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69-স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা, উন্নত ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, 16 জিবি র্যাম এবং হ্যাসেলব্লাড প্রফেশনাল টেলিকনভার্টার কিট। চলুন এদের দাম ও খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Oppo Find X9 Pro এর সামনে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টাভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 3,600 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনে Corning Gorilla Glass Victus 2 কভার রয়েছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Find X9 মডেলটি একই বৈশিষ্ট্যের ডিসপ্লে দিয়ে সজ্জিত, তবে এটি আকারে সামান্য ছোট (6.59 ইঞ্চি), 120 হার্টজ ফিক্সড রিফ্রেশ রেট, ও 2,760 x 1,240 পিক্সেল রেজোলিউশন অফার করে। এর স্ক্রিনের উপর Gorilla Glass 7i প্রটেকশন আছে।
ওপ্পো ফাইন্ড এক্স9 এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও f/2.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ফাইন্ড এক্স9 প্রো OIS এবং f/1.5 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও f/2.1 অ্যাপারচারযুক্ত 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার (120x ডিজিটাল জুম) সঙ্গে এসেছে।
বেস এবং প্রো মডেলের সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। দু'টি ফোনেই ডলবি ভিশন ফরম্যাটে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করার সুবিধা আছে।
Find X9 সিরিজের উভয় ফোন ডাইমেনসিটি 9500 প্রসেসর দ্বারা চালিত। এটি সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজ এবং 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যামের সঙ্গে যুক্ত। Find X9 Pro মডেলে 7,500mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। বেস মডেলের ব্যাটারি ক্যাপাসিটি 7,025mAh (টিপিক্যাল)। দু'টি ফোনেই 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। প্রো মডেলে 10x অপটিক্যাল জুম ও 200x ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন হ্যাসেলব্লাড টেলিকনভার্টার কিট লাগানো যাবে। এটি ম্যাগনেটিক কেস, লেন্স মাউন্টিং রিং, টেলিকনভার্টার লেন্স বডি, ও লেন্স ব্রাকেট অফার করে। এর মাধ্যমে দূরের বস্তুর ছবি আরও কাছ থেকে ক্যামেরাবন্দি করা যাবে।
Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 84,999 টাকা। এটি স্পেস ব্ল্যাক এবং টাইটেনিয়াম গ্রে কালার অপশনে উপলব্ধ। Find X9 Pro লঞ্চ হয়েছে 1,09,999 টাকায়। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে পাওয়া যাবে। ফোনটি সিল্ক হোয়াইট ও টাইটেনিয়াম চারকোল কালার স্কিমে এসেছে।
Oppo Hasselblad Teleconverter কিটের দাম 29,999 টাকা রাখা হয়েছে। উভয় স্মার্টফোনের সেল নভেম্বর 21 থেকে শুরু হবে। ফোনগুলি Oppo স্টোর, Flipkart, ও Amazon-এর মাধ্যমে উপলব্ধ হবে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?