A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Oppo। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Oppo A52। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে 8GB RAM। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Oppo। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। লম্বা ব্যাক-আপের জন্য এই ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি।
Oppo A52-র দাম 1,599 ইউয়ান (প্রায় 17,300 টাকা)। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই চিনে এই ফোন বিক্রি শুরু করে দিয়েছে Oppo। যদিও চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি কোম্পানিটি।
কম দামে বেশি ফিচার! এসে গেল Oppo A12
Oppo A52-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 7.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM + 128GB স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 12 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo A52-তে কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi, LTE, Bluetooth, a 3.5 মিমি অডিও জ্যাক ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Oppo A52-র ওজন 192 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন