10,000 টাকার কম দামে আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo A5s। নতুন ফোনের প্রধান আকর্ষন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আর 4,230 mAh ব্যাটারি। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। এবার IANS এ Oppo A5s লঞ্চের খবর প্রকাশিত হয়েছে।
Oppo A5s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P35 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Oppo A5s ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। কালোম লাল, সোনালি ও সবুজ রঙে পাওয়া যাবে A5s।
Oppo A5s ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 5.2 স্কিন। আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে এই ফোন। 10,000 টাকার কম দামে এই দেশে আসছে Oppo A5s। এই ফোনের আয়তন 155.9x75.4x8.2 মিলিমিটার আর ওজন 170 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন