ভারতে A সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Oppo। নতুন Oppo A9 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা আর FHD+ ডিসপ্লে। 20 জুলাই ভারতে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট আর 128GB স্টোরেজ। Oppo A9 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6 স্কিন। গেম খেলার সময় পারফর্মেন্স উন্নতির জন্য এই ফোনে থাকছে বিশেষ হাইপার-বুস্ট।
4GB RAM + 128GB স্টোরেজে Oppo A9 এর দাম 15,490 টাকা। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে এই স্মার্টফোন। 20 জুলাই ভারতে বিক্রি শুরু হবে Oppo A9। ভারতে Samsung Galaxy M30, Honor 10 Lite, Realme 3 Pro আর Redmi Note 7 Pro এর মতো জনপ্রিয় ফোনগুলির সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে Oppo A9।
ডুয়াল সিম Oppo A9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Oppo A9 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য A9 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Oppo A9 ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS আর Micro-USB পোর্ট। এই পোর্টে থাকছে OTG সাপোর্ট। থাকছে অ্যাক্সেলেরোমিটার, অয়াম্বিয়েন্ট লাইট, প্রক্সিমিটি আর জাইরোস্কোপ। ফোনের ভিতরে থাকছে একটি 4,020 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন