Photo Credit: Weibo
সম্প্রতি সুপারফাস্ট VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি নিয়ে এসেছিল Oppo। Oppo K5 ফোনে প্রথম এই প্রযুক্তি ব্যবহার হতে চলেছে। শিঘ্রই লঞ্চ হবে এই ফোন লঞ্চের আগে এবার Oppo K5 ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে এই ফোনে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সাথে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 8 Pro ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল।
সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়াবসাইট থেকে Oppo K5 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে এই ফোনে একটি Snapdragon 730G চিপসেট। সাথে থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ। প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Oppo K5 ফোনে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। Oppo K3 ফোনে একটি AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছিল। তাই মনে করা হচ্ছে K5 এও AMOLED ডিসপ্লে থাকতে পারে।
Oppo K5 এর পিছনে চারটি ক্যামেরা থাকবে
Oppo K5 ফোনে সবথেকে বড় উন্নতি হয়েছে ক্যামেরা বিভাগে। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। ফোনের সামনে থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা। Oppo K3 ফোনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
Oppo K5 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। এই ব্যাটারি জলদি চার্জ করার জন্য থাকবে 30W ফাস্ট চার্জিং। এই ফোনে থাকছে একটি USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন্ জ্যাক। যদিও Oppo K5 ফোনের দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন