অগাস্ট মাসে Oppo Reno 2 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল Oppo। এই ফোনগুলি হল Oppo Reno 2, Reno 2Z আর Reno 2F। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে Reno 2Z। শুক্রবার ভারতে বিক্রি শুরু হল Oppo Reno 2। 10 সেপ্টেম্বর এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছিল। 8GB RAM আর 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Oppo Reno 2 তে রয়েছে শার্ক ফিন স্টাইল পপ-আপ সেলফি ক্যামেরা।
Oppo Reno 2 এর দাম 36,990 টাকা। 8GB RAM আর 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ভারতে Flipkart, Amazon.in আর নির্বাচিত কয়েকটি অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Reno 2।
লঞ্চ অফারে HDFC ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়। ওশান ব্লু আর লুকিনাস ব্ল্যাক কালারে পাওয়া যাবে এই ফোন। Bajaj Fineserv গ্রাহকরা কোন ডাউন পেমেন্ট ছাড়াই নো কস্ট ইএমআই এর মাধ্যমে Oppo Reno 2 কিনতে পারবেন।
Oppo Reno 2 ফোনে রয়েছে একটি 6.55 ইঞ্চি FHD+ Dynamic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 6 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 256GB UFS 2.1 স্টোরেজ। Oppo Reno 2 ফোনের ডিসপ্লের নীচে থাকছে G3 অপ্টিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।
ছবি তোলার জন্য Oppo Reno 2 ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেল 2x অপ্টিকাল আর 5x হাইব্রিড টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় মোট 20x জুম ব্যবহার করা যাবে। থাকছে একটি 116 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2 ফোনের শার্ক ফিন ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন