আবার আপডেট পেল Poco F1। নতুন বিটা আপডেটে এই ফোনে যোগ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। এতদিন Poco F1 এ Widevine L1 সাপোর্ট না থাকার কারনে Netflix ও Amazon Prime Video হাই ডেফিনেশানে দেখা যেত না। Xiaomi জনিয়েছে শিঘ্রই এই ফোনে পৌঁছে যাবে Widevine L1 সাপোর্ট। MIUI 10 9.3.28 Global beta update আপডেটে Poco F1 ফোনে মার্চ মাসের Android সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে।
অবশেষে MIUI 10 9.3.28 গ্লোবাল বিটা আপোডেটের হাত ধরে Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট পৌঁছাল। এর ফলে Amazon Prime ও Hotstar অ্যাপ হাই ডেফিনেশান স্ট্রিম করা যাবে। তবে Netflix স্ট্রিম সাপোর্ট যোগ হয়নি এই ফোনে। Xiaomi জানিয়েছে ইতিমধ্যেই Netflix এর সাথে এই বিষয়ে কথাবার্তা চলছে। কবে Poco F1 ফোনে Netflix হাই ডেফিনেশান স্ট্রিম করা যাবে তা জানায়নি Xiaomi।
টাচের কিছু সমস্যা ছিল। অকারন ভুল টাচ ডেটেক্ট করত এই ফোন। সেই সমস্যার সমাধান হয়েছে এই আপডেটে। নতুন আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের Android সিকিউরিটি প্যাচ। এছাড়াও যোগ হয়েছে ডার্ক মোড।
আপডেটে Poco Launcher এ আইকন সাইজ পরিবর্তন করা যাবে। নিচ হাইড করার ফিচার ফিরে এসেছে। যোগ হয়েছে Google Lens সাপোর্ট। Poco F1 ছাড়াও Redmi 3S, Redmi Note 3 Special Edition, Redmi 4X, Mi 5s, Redmi 4A, Mi Max 2, Redmi Note 5A /Redmi Y1 Lite, Redmi Note 5A Prime / Redmi Y1, Mi 6, Mi MIX 2, Redmi Note 5, Mi Note 2, Mi MIX, Mi MIX 2S, Poco F1, Mi 8, Redmi 6A, Redmi 6, Redmi 6 Pro India, Mi Max 3, Redmi 5A, Redmi 5, Mi Note 3, Mi 5s Plus, Redmi Note 6 Pro, Mi MIX 3 ফোনগুলিতে পৌঁছেছে MIUI 10 9.3.28 গ্লোবাল বিটা আপডেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন