MIUI 10 9.3.28 গ্লোবাল বিটা আপোডেটের হাত ধরে Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট পৌঁছাল। এর ফলে Amazon Prime ও Hotstar অ্যাপ হাই ডেফিনেশান স্ট্রিম করা যাবে। নতুন আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের Android সিকিউরিটি প্যাচ। এছাড়াও যোগ হয়েছে ডার্ক মোড।
অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1। লঞ্চের পরেই এই ফোনে Widevine L1 সাপোর্ট না থাকার অভিযোগ তোলেন গ্রাহকরা। Google ও Qualcomm এর সাথে হাত মিলিয়ে Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট নিয়ে আসার কাজ করছে Xiaomi। Widevine L1 এর পরিবর্তে Poco F1 এ রয়েছে Widevine L3 সাপোর্ট।
কম দামে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করলেও যাঁরা বেশি মাল্টিমিডিয়া ব্যবহার করেন তাঁদের হতাশ করবে এই ফোন। এই ফোনে Widevine L1 DRM নেই, এই জন্যই ইন্টারনেট থেকে HD স্ট্রিম করতে পারছে না Poco F1।