কোম্পানির বার্ষিক টেক সভায় নতুন ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করবে Qualcomm। ইতিমধ্যেই আগামী 4 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টেক সামিটের আমন্ত্রণ পত্র সংবাদ মাধ্যম দপ্তরে পৌঁছাতে শুরু করেছে। 4 ডিসেম্বর হাওয়াই দ্বীপে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে নতুন Snapdragon 8150 ফ্ল্যাগশিপ চিপসেট সামনে আনবে Qualcomm। এতদিন বাজারে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 845 চিপসেট ব্যবহার করত স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি।
ইন্টারনেটে একাধিক রিপোর্টে জানানো হয়েছে কোম্পানির মধ্যে Snapdragon 8150 নামে ডাকা হলেও বাজারে Snapdragon 855 নামে লঞ্চ হবে এই চিপসেট। Galaxy S10 ফোনে প্রথম এই চিপসসেট ব্যবহার হবে। আগামী বছর ফেব্রুয়ারী অথবা মার্চ মাসে বাজারে আসবে Samsung Galaxy S10।
Snapdragon 8150 চিপসেটে মোট 8 টি কোর থাকবে। আগের থেকে 30 শতাংশ বেশি শক্তিশালী এই স্মার্টফোন। এছাড়াও নতুন এই চিপসেটে থাকবে 5G সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন