ভারতে খুব শীঘ্রই আসতে চলেছে কোয়ালকমের Snapdragon X CPU। আগামী 24সে জানুয়ারি এটির দেশের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির মতে সাশ্রয়ী মূল্যের সাথে অসাধারণ সমস্ত AI কার্যক্ষমতাগুলিকে চালাতে পারবে এই নতুন চিপসেট।
Snapdragon X CPU-গুলিতে সর্বোচ্চ 64 জিবি LPDDR5X RAM যুক্ত করা হবে
এবার গাড়ির ইন্ডাস্ট্রির মধ্যে আসতে চলেছে নবজাগরণ। খবর পাওয়া যাচ্ছে যে, Maruti Suzuki কোয়ালকমের সাথে অংশীদারিত্বে গিয়েছে। যার ফলে অনুমান করা হচ্ছে যে, গাড়ির ইন্ডাস্ট্রির মধ্যে ডিজিটাল অভিজ্ঞতাগুলি এবার আরো উন্নতমানের হতে চলেছে। শোনা যাচ্ছে, কোয়ালকমের Snapdragon Elite অটোমোটিভ চিপসেট Maruti Suzuki-র ভবিষ্যতের যানবাহনে ব্যবহার করা হবে
IFA-2024 এ Lenovo কোম্পানী নিয়ে এলো তাদের 3টি নতুন আকর্ষণীয় ল্যাপটপ। এগুলো বিভিন্ন AI বৈশিষ্ট্যকে সমর্থন করে। ল্যাপটপগুলি Copilot + PC সমর্থিত। উন্নতমানের বিভিন্ন সংযোগ এটির মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে। ল্যাপটপগুলিতে নতুন লঞ্চ হওয়া অক্টাকোর Snapdragon X Plus CPU তারসঙ্গে integrated Adreno GPU তারসঙ্গে 45 TOPs যুক্ত Qualcomm Hexagon NPU যুক্ত করা হয়েছে
OnePlus জুন ২৭ তারিখে চীনে একটি নতুন প্যাড প্রো সহ নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে। এই প্রিমিয়াম ট্যাবলেটটি Qualcomm Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত এবং উচ্চ রেজোলিউশনের ডিসপ্লে, নতুন কীবোর্ড কভার ও স্টাইলাসসহ আসবে।
Mi 10 সিরিজের মতোই Redmi K30 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। Redmi K30 Pro-তে থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনে ব্যবহার হতে পারে Sony IMX686 সেন্সর।