এসে গেলো দুটি নতুন আকর্ষণীয় Lenovo এর আইপ্যাড,পরিবর্তনযোগ্য Copilot+ PC
IFA-2024 এ Lenovo কোম্পানী নিয়ে এলো তাদের 3টি নতুন আকর্ষণীয় ল্যাপটপ। এগুলো বিভিন্ন AI বৈশিষ্ট্যকে সমর্থন করে। ল্যাপটপগুলি Copilot + PC সমর্থিত। উন্নতমানের বিভিন্ন সংযোগ এটির মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে। ল্যাপটপগুলিতে নতুন লঞ্চ হওয়া অক্টাকোর Snapdragon X Plus CPU তারসঙ্গে integrated Adreno GPU তারসঙ্গে 45 TOPs যুক্ত Qualcomm Hexagon NPU যুক্ত করা হয়েছে