OnePlus 15 এর 16 জিবি র্যাম ভেরিয়েন্ট বেঞ্চমার্ক করা হয়েছে এবং এতে Android 16 অপারেটিং সিস্টেম আছে।
Photo Credit: OnePlus
OnePlus 15 এর 16 জিবি র্যাম ভেরিয়েন্ট থাকবে
দেখতে দেখতে সেপ্টেম্বর মাস এসে গেল। আর এই সময়ে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ব্যস্ততা তুঙ্গে থাকে। কারণ অক্টোবর থেকেই চীনে একের পর এক ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে থাকে। তারপর সেই মডেলগুলি ভারত সহ বিশ্বজুড়ে মুক্তি পায়। এখন আসন্ন প্রিমিয়াম ফোনগুলির মধ্যে OnePus 15 নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। এটি অক্টোবর মাসে চীনে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। জানা গিয়েছে যে, OnePlus 15 এর প্রসেসরে বড় চমক থাকবে। উল্লেখ্য, পূর্বসূরী OnePlus 13 কোয়ালকমের Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত। উত্তরসূরি মডেলে এর থেকেও পাওয়ারফুল প্রসেসর ব্যবহার হচ্ছে।
PLK110 মডেল নম্বর সহ একটি OnePlus স্মার্টফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। টিপস্টার অভিষেক যাদবের দাবি, এই মডেল নম্বরটি আসলে OnePlus 15 এর সঙ্গে যুক্ত। ফোনটিতে একটি অক্টা কোর Qualcomm Armv8 চিপসেট রয়েছে, যা Snapdragon 8 Elite 2 প্রসেসর বলে মনে করা হচ্ছে। কোয়ালকম তাদের নতুন হাই-এন্ড প্রসেসর আগামী মাসে উন্মোচন করতে পারে।
গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, Snapdragon 8 Elite 2 প্রসেসরে 3.63 গিগাহার্টজের ছ'টি এফিসিয়েন্সি কোর ও 4.61 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি পারফরম্যান্স কোর থাকবে। OnePlus 15 এর 16 জিবি র্যাম ভেরিয়েন্ট বেঞ্চমার্ক করা হয়েছে। এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে। এটি সিঙ্গেল-কোরে মাত্র 639 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1,871 পয়েন্ট স্কোর করেছে, যা একটি ফ্ল্যাগশিপ চিপসেটের জন্য খুবই কম। তবে ডিভাইসটি এখনও পরীক্ষাধীন থাকার কারণে এমনটা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
লক্ষণীয় বিষয় হল, একই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে PLC110 মডেল নম্বর সহ আরেকটি OnePlus হ্যান্ডসেট স্পট করা গিয়েছে, যা OnePlus 15 এর চীনা ভেরিয়েন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এতেও একই অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে প্রসেসরটির পিক ক্লক স্পিড 3.53 গিগাহার্টজের কিছুটা কম ছিল এবং র্যাম 12 জিবি। মজার বিষয় হল, হ্যান্ডসেটটি PLK110 এর তুলনায় অনেক ভালো পারফরম্যান্স দিয়েছে। এটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোরে 1,818 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 6,356 পয়েন্ট পেয়েছে।
উল্লেখ্য, OnePlus 13 চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছে। সেই সময় বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 69,999 টাকা। অন্যদিকে, 16 জিবি + 512 জিবি স্টোরেজ এবং 24 জিবি + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 76,999 টাকা এবং 89,999 টাকা রাখা হয়েছিল। OnePlus 15 আগামী বছর একই সময় প্রায় অপরিবর্তিত বা কিছুটা বেশি দামে ভারতে লঞ্চ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন