Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন

Oppo Reno 15C এর ডিসপ্লে, প্রসেসর, ও ক্যামেরা সেন্সর বিষয়ক তথ্য ফাঁস হয়েছে।

Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন

Photo Credit: Oppo

Oppo Reno 15C could be powered by the Snapdragon 7 Gen 4 Chipset

হাইলাইট
  • Oppo Reno 15C ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকতে পারে
  • এটি 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসবে
  • Oppo Reno 15C এর লঞ্চ ডেট এখনও ঘোষণা হয়নি
বিজ্ঞাপন

Oppo Reno 15 সিরিজ এই সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। ব্র্যান্ডটি Reno 15 এবং Reno 15 Pro বাজারে এনেছে। তবে এই সিরিজে Reno 15C নামে আরও একটি মডেল যুক্ত হচ্ছে, যা ডিসেম্বর অথবা জানুয়ারিতে আত্মপ্রকাশ করার কথা শোনা যাচ্ছে। Reno 15 সিরিজের লঞ্চ ইভেন্টে ফোনটির ডিজাইন ও কালার অপশন প্রকাশ হয়েছিল। ফিচার, বা দামের বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু এখন ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। Oppo Reno 15C এর ডিসপ্লে, প্রসেসর, ও ক্যামেরা সেন্সর বিষয়ক তথ্য প্রকাশ হয়েছে।

Oppo Reno 15C-এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে

চাইনিজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে এক টেক ব্লগারের পোস্ট থেকে জানা গিয়েছে, ওপ্পো রেনো 15সি সিরিজের অন্য দুই মডেলের মতো ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে আসবে। হ্যান্ডসেটটির স্ক্রিনের দৈর্ঘ্য হবে 6.59 ইঞ্চি। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে।

Oppo Reno 15C চলবে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসরে। ডিভাইসটির পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর ব্যবহার হবে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দিতে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে।

Oppo Reno 15C এর লুকস এবং রঙের বিকল্পগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এতে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে তিনটি ক্যামেরা ও 'রেনো ব্র্যান্ডিং' বর্তমান। ব্যাক প্যানেলের মাঝামাঝি অংশে কোম্পানির নাম দেওয়া আছে। কোম্পানি শীঘ্রই লঞ্চ তারিখ ও অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশ করবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, Reno 15 এবং Reno 15 Pro উভয়ের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। Reno 15 Pro ফোনটিতে 6500mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Reno 15 মডেলের 6,200mAh ব্যাটারি শুধুমাত্র 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দুই স্মার্টফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। Reno 15 Pro এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। বেস Reno 15 মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে আছে, তবে দৈর্ঘ্য 6.32 ইঞ্চি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco M8 5G কার্ভড 3D স্ক্রিনের সঙ্গে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  2. Oppo Reno 15 সিরিজ ভারতে 8 জানুয়ারি লঞ্চ হচ্ছে, 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা থাকবে
  3. Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা
  4. 2026 সালে AI কেড়ে নিতে পারে এই সমস্ত চাকরি, ভয় ধরাবে Microsoft-এর রিপোর্ট
  5. BSNL-এর মাস্টারস্ট্রোক, নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন, পুরো ফ্রি-তে!
  6. 6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন
  7. WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ
  8. বছরের শেষে Samsung-এর দুর্দান্ত 5G স্মার্টফোন মিলছে 12,000 টাকা সস্তায়, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  9. Oppo Find X9s মার্চে বাজারে আসতে পারে, 200MP + 200MP ডুয়াল ক্যামেরায় কাঁপাবে বাজার
  10. OnePlus 16: অবশেষে 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনতে পারে ওয়ানপ্লাস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »