Oppo Reno 15C স্মার্টফোনটি Reno 15 সিরিজের সবচেয়ে সস্তা মডেল হিসেবে আসবে।
Photo Credit: Oppo
Oppo Reno 15C will be equipped with a triple rear camera setup
Oppo Reno 15 সিরিজ গতকাল চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Reno 15 ও Reno 15 Pro বাজারে এসেছে। তবে এই সিরিজে আরও একটি নতুন মডেল যুক্ত হতে চলেছে, যার নাম Reno 15C। এটি ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। স্মার্টফোনটি Reno 15 সিরিজের সবচেয়ে সস্তা মডেল হিসেবে আসবে। এর ডিজাইন এবং কালার অপশন প্রকাশ করা হয়েছে। এতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। উল্লেখ্য, Reno 15 ও Reno 15 Pro উভয়ই 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, MediaTek Dimensity 8450 প্রসেসর, এবং একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে।
Oppo তাদের Reno 15 সিরিজের লঞ্চ ইভেন্টে নিশ্চিত করেছে, তারা এই লাইনআপে আরেকটি বাজেট-ফ্রেন্ডলি যুক্ত করবে। Reno 15C নামের মডেলটি ডিসেম্বর মাসের শেষে বাজারে আসবে বলে জানানো হয়েছে, তবে লঞ্চ তারিখ, ফিচার, বা দামের বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সংস্থা শুধু ফোনটির লুকস ও রঙ প্রকাশ্যে এনেছে।
Oppo Reno 15C মডেলে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে। এর মধ্যে তিনটি ক্যামেরা ও 'রেনো ব্র্যান্ডিং' দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটি কম বাজেটে আসতে চললেও, ডিজাইনে প্রিমিয়াম ভাইব বজায় রাখতে পেরেছে। ফোনটির ব্যাক প্যানেলের মাঝামাঝি অংশে কোম্পানির নাম লেখা আছে। এটি সাদা ও নীল রঙের বিকল্পে আসবে।
জানিয়ে রাখি, Oppo Reno 15 Pro এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 3,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্য দিকে, বেস Reno মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে রয়েছে। তবে এর আকার 6.32 ইঞ্চি। উভয় স্মার্টফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে।
দুই ফোনের সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। Reno 15 Pro ফোনটিতে 6500mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Reno 15 মডেলের 6,200mAh ব্যাটারি শুধুমাত্র 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। চীনে Oppo Reno 15 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 37,400 টাকা) থেকে শুরু হচ্ছে, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। Reno 15 Pro এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,699 ইউয়ান (প্রায় 46,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন