Oppo Reno 15 ও Reno 15 সংস্থার ইতিহাসে প্রথম Reno ফোন যেখানে 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
Photo Credit: Oppo
Oppo Reno 15 Series Features a 200 megapixel main camera
Oppo Reno 15 সিরিজ আজ আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে। এই সিরিজে Reno 15 এবং Reno 15 Pro বাজারে এসেছে। উভয় স্মার্টফোনে 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 8450 প্রসেসর, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। সংস্থাটি তাদের Reno লাইনআপের ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। Oppo Reno 15 সিরিজের দুই ফোনেই 1.5K রেজোলিশন সহ AMOLED ডিসপ্লে, 16 জিবি পর্যন্ত র্যাম, IP68 + IP69-স্তরের ধুলো এবং জলরোধী ক্ষমতা, 80W SuperVOOC ফাস্ট চার্জিং, স্টেরিও স্পিকার, ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। চলুন ফোনগুলির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ওপ্পো রেনো 15 ও রেনো 15 প্রো উভয়ের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। এমনকি দুই ফোনের সেলফি ক্যামেরাও এক — 50 মেগাপিক্সেল (f/2.0)। ফ্রন্ট ও ব্যাক দু'টো ক্যামেরাই 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Reno 15 Pro এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 3,600 নিট পিক ব্রাইটনেস, এবং 2160 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সাপোর্ট করে। অন্য দিকে, বেস Reno মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে রয়েছে। তবে এর আকার 6.32 ইঞ্চি ও রেজোলিউশন 2,640 x 1,216 পিক্সেল। উভয় ফোনের স্ক্রিনে Oppo Crystal Glass কভার রয়েছে।
ওপ্পোর নতুন দুই ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। Reno 15 Pro ফোনটিতে 6500mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Reno 15 মডেলের 6,200mAh ব্যাটারি শুধুমাত্র 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।
চীনে Oppo Reno 15 এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 37,400 টাকা)। 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম একই, যা হল 3,299 ইউয়ান (প্রায় 41,200 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও টপ-এন্ড 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 3,599 ইউয়ান (প্রায় 45,000 টাকা) ও 3,999 ইউয়ান (প্রায় 49,900 টাকা)।
Oppo Reno 15 Pro এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,699 ইউয়ান (প্রায় 46,000 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 3,999 ইউয়ান (প্রায় 50,400 টাকা), 4,299 ইউয়ান (প্রায় 54,000 টাকা) ও 4,799 ইউয়ান (প্রায় 60,000 টাকা)। ফোনগুলি ভারতে ঠিক কবে লঞ্চ হবে, তা এখনও ঘোষণা করেনি সংস্থা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series