মঙ্গলবার থেকে শুরু হচ্ছে Realme Yo Days Sale। এই সেলে সস্তা হচ্ছে Realme U1 আর Realme 2 Pro। 9 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত এই অফার চলবে। এই সেলে Realme 2 Pro কিনলে নির্বাচিত গ্রাহকরা বিনামূল্যে Realme Buds পাবেন। স্মার্টফোনে দুর্দান্ত সেল ছাড়াও 1 টাকায় ফ্ল্যাশ সেল নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। Realme জানিয়েছে এই সেলে সস্তা না হলেও 9 এপিল ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন Realme 3।
Realme Yo Days Sale এ 1,000 টাকা সস্তা হয়েছে Realme 2 Pro। 11,990 টাকায় এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট আর 13,990 টাকায় এই ফোনের 6GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাবে। 10 এপ্রিল সকাল 11 টায় Realme 2 Pro কিনলে বিনামূল্যে Realme Buds পাওয়া যাবে।
;
3GB RAM+32GB স্টোরেজে Realme U1 এর দাম কমে হয়েছে 9,999 টাকা। তবে 4GB RAM+64GB স্টোরেজে Realme U1 কিনতে 11,999 টাকা খরচ হবে। সম্প্রতি লঞ্চ হওয়া Realme U1 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 10,999 টাকা।
তবে আলাদা করেও Realme Buds কেনা যাবে। এই প্রোডাক্টের দাম 499 টাকা। Realme U1 ফোন লঞ্চের সময় এই ইয়ারফোন ঘোষণা করেছিল চিনের কোম্পানিটি।
এছাড়াও 1 টাকা ফ্ল্যাশ সেলের আয়োজন করেছে Realme। 9 এপ্রিল থেকে 11 এপ্রিল রোজ সকাল 11 টা 50 মিনিটে 1 টাকার ফ্ল্যাশ সেল শুরু হবে। এই সেলে Realme টেক ব্যাকপ্যাক মাত্র 1 টাকায় পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন