ফাঁস হয়ে গেলো বহু আলোচিত Realme 14T সম্পর্কিত বিভিন্ন তথ্য
ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Realme 14T। হ্যান্ডসেটটি সম্পর্কে বেশ কিছু তথ্য বর্তমানে ফাঁস হয়ে গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে ফোনটি MediaTek Dimensity চিপসেট পাবে, এবং এটিতে একটি 6.6-ইঞ্চির full-HD+ (1,080×2,340 পিক্সেল) ডিসপ্লে থাকতে পারে