সামনের ডিসেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে,Realme-কোম্পানির Realme Neo 7
সম্প্রতি Realme কোম্পানি তাদের নতুন হ্যান্ডসেট Realme Neo 7 লঞ্চের করার বিষয়টি নিশ্চিত করেছে। হ্যান্ডসেটটি ডিসেম্বর মাসে লঞ্চ করা হবে তবে এখনো পর্যন্ত এটির তারিখ কোম্পানি জানায়নি। Realme কোম্পানি হ্যান্ডসেটটির কিছু বিবরণ প্রকাশ করেছে, যার মধ্যে ফোনটির দাম, নির্মাণের বিবরণ এবং ব্যাটারীর বিবরন উপস্থিত আছে