Realme 16 5G রান করে অক্টা-কোর MediaTek Dimensity 6400 Turbo চিপসেটে।
Photo Credit: Realme
Realme 16 5G comes with a 50-megapixel selfie camera
Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। আর এখন স্ট্যান্ডার্ড Realme 16 5G মডেলটিকে বাজারে এনেছে সংস্থা। ডিজাইনের নিরিখে Pro সিরিজের দুই ফোনের তুলনায় বেস মডেল সম্পূর্ণ আলাদা। ফোনের পিছনের অংশে উপরের দিকে আইফোন এয়ারের কায়দায় ক্যামেরা মডিউল অবস্থিত। মজার বিষয় হল ক্যামেরা বারের প্রান্তে একটি গোল আয়না দিয়েছে কোম্পানি। ফলে ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলা সহজ হবে। আবার সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। চলুন নতুন রিয়েলমি ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
রিয়েলমি 16 5G একটি 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, এবং FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের উপরে DT Star D+ প্রোটেক্টিভ কভার আছে। ফোনে Android 16 OS ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
রিয়েলমির নতুন স্মার্টফোনের পিছনে লুমাকালার ইমেজিং-সহ ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি 75 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, f/1.7 অ্যাপারচার, অটোফোকাস সাপোর্টের সাথে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল মনোক্রম লেন্স নিয়ে গঠিত। এতে নাইট মোড, সিনেমাটিক, স্লো মোশন, ডুয়াল-ভিউ ভিডিও, ও টাইম-ট্রাভেলের মতো একাধিক শুটিং মোড আছে।
সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার কথা প্রথমেই বলা হয়েছে। Realme 16 5G রান করে অক্টা-কোর MediaTek Dimensity 6400 Turbo চিপসেটে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম ও 256 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনের সাথে যুক্ত। 7,000mAh ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এর সাথে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
রিয়েলমির নতুন মোবাইল ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69K জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফি, Ai Edit Genie, রিভার্স চার্জিং, 6,050 বর্গ মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও ডুয়াল স্টেরিও স্পিকার।
Realme 16 5G ভিয়েতনামে দু'টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম 11,490,000 VND, যা ভারতীয় মুদ্রায় প্রায় 40,600 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 12,490,000 VND (প্রায় 44,100 টাকা)। ফোনের হোয়াইট সোয়ান অপশনে কালার-শিফটিং প্রযুক্তিতে একাধিক রঙের কণা স্তরে স্তরে সাজানো আছে। এর ফলে নীল-বেগুনি গ্রেডিয়েন্ট তৈরি হবে। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Realme 16 5G With 7,000mAh Battery, MediaTek Dimensity 6400 Turbo SoC Launched: Price, Features