15 মার্চ লঞ্চ হবে Realme 3i। লঞ্চের আগে এই ফোনের স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করল। Realme 3i ছাড়াও 15 জুলাই ভারতে আসবে Realme 3। এবার ইন্টারনেটে Realme 3i ফোনের স্পেসিফিকেশন ফাঁস হল। এক বেঞ্জমার্কিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Realme 3i ফোনে থাকছে MediaTek Helio P60 চিপসেট আর 4GB RAM। মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3। ভারতে Realme 3 ফোনের দাম 8,999 টাকা। এর থেকে কম দামে ভারতে লঞ্চ হতে পারে Realme 3i।
Geekbench ওয়েবসাইটে RMX1827 নামে সামনে এসেছে Realme 3i। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে MediaTek MT6771VW অক্টাকোর চিপসেট। MediaTek Helio P60 নামে পরিচিত এই চিপসেট।
Realme 3i ফোনের সাথেই 15 জুলাই ভারতে আসছে Realme X। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। Realme X ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন