Photo Credit: MySmartPrice
প্রায় প্রতি মাসেই নতুন স্মার্টফোন নিয়ে আসছে Realme। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে আরও একটি নতুন Realme ফোন সামনে এসেছে। RMX2142 মডেল নম্বরে এই ফোন ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি ও ফাস্ট চার্জ সাপোর্ট। অনেকেই বলছেন এটাই Realme X3। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি Realme।
MySmartPrice ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX2142 মডেল নম্বরে একটি ফোন দেখা গিয়েছে। এই ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি। সঙ্গে থাকছে 30W ফাস্ট চার্জিং।
এপ্রিল মাসের শুরুতেই ভারতে স্মার্টফোনের দাম বাড়িয়েছে Realme। মার্চে স্মার্টফোনে জিএসটি 12 শতাংশ থেকে বাড়িয়ে 18 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। 1 এপ্রিল থেকে স্মার্টফোনে নতুন জিএসটি প্রযোজ্য হয়েছে। কর বৃদ্ধির কারণে ভারতে বিভিন্ন Realme ফোনের দাম 2,000 টাকা পর্যন্ত বেড়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন