মার্চে লঞ্চ হওয়ার কথা ছিল Realme Narzo 10 ও Realme Narzo 10A। কিন্তু লকডাউনের কারণে এই ফোন লঞ্চ বাতিল করতে বাধ্য হয়েছিল Realme। 20 এপ্রিল গোটা দেশে ই-কমার্স ডেলিভারি শুরু হওয়ার ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এর পরে 21 এপ্রিল Narzo সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল Realme। যদিও সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ইa-কমার্স ডেলিভারি শুরু হবে। এর পরেই Realme Narzo 10 ও Realme Narzo 10A লঞ্চ অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিয়েছে দিনের কোম্পানিটি।
দুর্দান্ত ডিসপ্লে, ছ'টা ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A92s
A minor setback lays the foundation for a major comeback. The launch of #realmeNarzo has been postponed until further notice. We will be back to make you all #FeelThePower. pic.twitter.com/0yBjc4EyZr
— realme (@realmemobiles) April 20, 2020
সম্প্রতি টুইটারে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য Narzo সিরিজ লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন, “আমি জানি আপনারা Narzo সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছেন। কিন্তু সম্প্রতি সরকারের তরফ থেকে অত্যাবশ্যকীয় নয় এমন সব জিনিস ডেলিভারিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে লঞ্চ পিছিয়ে দিয়েছি।”
Guys, I know you all have been eagerly waiting for #realmeNarzo series, however due to the latest news of the Government suspending E-commerce for non essentials, we're postponing the launch until further notice.
— Madhav @home (@MadhavSheth1) April 20, 2020
May the power of Narzo be with you. pic.twitter.com/8QuSdnNojq
ভারতে 15,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme Narzo 10। 10,000 টাকার আশেপাশে বাজারে আসতে পারে Narzo 10A।
15,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন
Realme Narzo 10 ও Narzo 10A তে থাকবে 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। এই ফোনে MediaTek Helio G80 চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme। এছাড়াও থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে Narzo 10A।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন