নভেম্বরে ভারতে এসেছে Realme U1। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে এই ফোন বিক্রি হয়েছে। প্রত্যেক ফ্ল্যাশ সেলেই নিমেশে শেষ হয়েছে স্টক। এবার 3GB RAM ভেরিয়েন্ট ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল। সোমবার থেকে যখন খুশি কেনা যাবে Realme U1 ফোনের 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্ট। সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির U সিরিজের ফোনে প্রধানত ছবি তোলাকে প্রাধান্য দেওয়া হবে। গত সপ্তাহে এই সিরিজের প্রথম স্মার্টফোন Realme U1 লঞ্চ করেছিল Oppo –র সাব ব্র্যান্ড Realme। সেপ্টেম্বরে ভারতে এসেছিল Realme C1 আর Realme 2 Pro। Realme U1 ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P70 চিপসেট। অক্টোবর মাসে এই চিপসেট লঞ্চ করেছিল MediaTek। এই প্রথম Helio P70 চিপসেট ব্যবহার করে কোন স্মার্টফোন লঞ্চ হল। এছাড়াও Realme U1 এ থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, 4GB পর্যন্ত RAM, ডুয়াল ক্যামেরা, 25MP ফ্রন্ট ক্যামেরা, ফেস আনলক সহ জনপ্রিয় সব ফিচার।
আরও পড়ুন: Realme U1 রিভিউ
Realme U1 এর দাম
ভারতে Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। তবে 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 কিনতে খরচ হবে 14,499 টাকা। শুধুমাত্র Amazon.in আর Realme.com থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। সোমবার থেকে 3GB RAM ভেরিয়েন্টে Realme U1 ওপেন সেলে বিক্রি শুরু হলেও আপাতত ফ্ল্যাশ সেলের মাধ্যমের কিনতে হবে এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট।
Realme U1 স্পেসিফিকেশান
ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।
Is Realme U1 essentially Redmi Note 6 Pro on steroids? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন