Photo Credit: Weibo
7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফোন লঞ্চের আগে বাজার গরম করছে চিনের কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত এক টিজারে নতুন রঙে সামনে এসেছে এই স্মার্টফোন। টিজারে গ্র্যাডিয়েন্ট ফিনিশে সাদা রঙে দেখা গিয়েছে Realme X50 5G। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আগামী মাসে একই সাথে লঞ্চ হতে পারে Realme X50 5G Youth Edition।
7 জানুয়ারি চিনে স্থানীয় সময় দুপুর 2 টোর সময় Realme X50 লঞ্চ ইভেন্ট শুরু হবে। Realme X50 5G ফোনে থাকবে Qualcomm Snapdragon 765G চিপসেট। সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টের 5G ফোনের জন্য এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm। সাথে থাকছে ডুয়াল চ্যানেল ওয়াই-ফাই সাপোর্ট আর 64 মেগাপিক্সেল ক্যামেরা। Realme X50 5G ফোনে থাকছে VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট।
Realme X50 ফোনের হাত ধরে 5G ফোনের দুনিয়ায় প্রবেশ করছে Realme। চলতি বছর একাধিক বার 5G স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিল চিনের কোম্পানিটি। Realme X50 5G ফোনে থাকবে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি। সাথে থাকছে একটি 6.6 ইঞ্চি 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 765G চিপসেট, 8GB RAM. এই ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন