Photo Credit: Weibo
নতুন বছরের শুরুতেই বাজারে আসছে Realme-র প্রথম 5G স্মার্টফোন Realme X50 5G। বিগত কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ফোনের একাধিক ফিচার সামনে এনেছে চিনের কোম্পানি। এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। সম্প্রতি এই ফোনের নতুন পোস্টার প্রকাশ করেছে Realme। সেখানে Realme X50 5G ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ফোনের সেলফি ক্যামেরা থাকছে।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Realme X50 5G ফোনের পোস্টার প্রকাশ করেছে। সেখানেই প্রথম সামনে থেকে এই ফোনটি দেখা গেল। নতুন এই 5G ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। বদলে ব্যবহার হয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। Realme X50 5G ফোনে ডিসপ্লের নীচে দুটি ক্যামেরা থাকছে। ডিসপ্লের উপরে ও দুই পাশে পাতলা বেজেল থাকলেও নীচে তুলনামূলক চওড়া ডিজাইন দেখা গিয়েছে।
7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ করবে Realme। যদিও চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। সাম্প্রতিক অতীতে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছিল। Realme X50 5G ফোনে থাকছ Snapdragon 765G চিপসেট, 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে, 4,500 mAh ব্যাটারি সাথে VOOC 4.0 ফাস্ট চার্জ সাপোর্ট, ডুয়াল সেলফি ক্যামেরা আর কোয়াড রিয়ার ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। চিনে Realme X50 5G ফোনের দাম শুরু হতে পারে 2,799 ইউয়ান (প্রায় 28,000 টাকা) থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন