জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A31। সোমবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 4 জুন এই ফোন বাজারে আসবে। ভারতে 23,000 টাকার আশেপাশে এই ফোন লঞ্চ হতে পারে। চারটি রঙে এই ফোন পাওয়া যাবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার-ড্রপ স্টাইল নচ। অনলাইন ও অফলাইন স্টোরে এই ফোন পাওয়া যাবে।
মার্চে Geekbench ওয়েবসাইটে SM-A315F মডেল নম্বরে Galaxy A31 -এর স্পেসিফিকেশন সামনে এসেছিল। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে MediaTek MT6768V/CA চিপসেট। MediaTek Helio P65 চিপসেটে এই ফোন বাজারে আসতে পারে। সঙ্গে রয়েছে 4GB RAM।
সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Galaxy A31 -এ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। 64GB ও 128GB স্টোরেজে এই ফোন নিয়ে আসতে পারে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন