গত সপ্তাহে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে Samsung Galaxy A70 আর Galaxy A80। আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Galaxy A70। অন্যদিকে মে মাসে ভারতে আসছে Galaxy A80। ফেব্রুয়ারি মাসে Galaxy A সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল Samsung। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছে 2019 সালে Galaxy A সিরিজের স্মার্টফোন বিক্রি করে প্রায় ২৮,০০০ কোটা টাকা লাভ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ভারতে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে Galaxy A70। অন্যদিকে রোটেটিং ক্যামেরা সহ Galaxy A80 কিনতে 45,000 টাকা থেকে 50,000 টাকা খরচ হবে।
এই ফোনগুলি লঞ্চ হলে ভারতে 10,000 টাকা থেকে 50,000 টাকা দামে Galaxy A সিরিজের ফোনগুলি পাওয়া যাবে। চিনের কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায় সব বাজেট সেগমেন্টেই একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে বিশ্বের এক নম্বর স্মার্টফোন কোম্পানিটি।
ভারতে Samsung Galaxy A10 এর দাম শুরু হচ্ছে 8,490 টাকা থেকে। Galaxy A20 কিনতে 12,490 টাকা খরচ হবে। এছাড়াও 16,990 টাকায় পাওয়া যাবে Galaxy A30। দুটি ভেরিয়েন্টে 19,990 টাকা ও 22,990 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy A50।
2018 সালে ভারতে স্মার্টফোন বিক্রি করে 5.5 বিলিয়ান মার্কিন ডলার মুনাফা করেছিল Samsung। নতুন বছরে চিনা প্রতিযোগীদের সাথে টক্কড়ে Galaxy M আর Galaxy A সিরিজ লচন করেছে Samsung। এছাড়াও বাজেট সেগমেন্টে মাত্র 5,290 টাকায় লঞ্চ হয়েছে Samsung Galaxy A2 core। এই ফোনে চলবে Android Go Edition অপারেটিং সিস্টেম। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Go ফোনেও একই অপারেটিং সিস্টেম ব্যবহার হয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন