কয়েক বছর ধরে কানাঘুঁষো চলছিল। অবশেষে জানা গেল কেমন দেখতে হবে প্রথম Smasung ফোল্ডেবেল স্মার্টফোন। ক্যালিফোর্নিয়ায় Smasung ডেভেলপার কনভারেন্সে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে সহ ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইন সামনে নিয়ে এল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এর সাথেই One UI নামে কোম্পানির নতুন ইউজার ইন্টারফেস নিয়ে এসেছে Smasung। এক হাতে আরও সহজে স্মার্টফোন ব্যবহারের জন্য নতুন এই ইউজার ইন্টারফেস কাজে লাগবে। প্রথম ফোল্ডেবেল স্মার্টফোনে এই ডিজাইন থাকবে বলে জানিয়ছে কোম্পানি। এজ পর্যন্ত কোন Smasung ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা যায়নি। তবে এই কনফারেন্স থেকে তিনটি নতুন নচ ডিসপ্লে সামনে এসেছে Smasung।
ক্যালিফোর্নিয়ায় ডেভেলপার কনফারেন্সের বেশিরভাগ অংশ জুড়ে ছিল Smasung এর নতুন ফোল্ডেবেল স্মার্টফোন। Google এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন তৈরীর কাজ করছে Smasung। নতুন ফোল্ডেবেল ডিসপ্লে ব্যবহার করে এই ফোনের ভাঁজ খুললে তা ট্যাবলেটে পরিণত হবে। এই ফোনের বাইরের দিকে একটি 7.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এরপরে ভাঁজ খিললে তা একটি ট্যবলেটের আকার নেবে। কোম্পানি জানিয়েছে এই বড় ডিসপ্লেতে One UI এর মাধ্যমে একসাথে তিনটি অ্যাপ ওপেন করা যাবে।
যেহেতু কাঁচকে ভাঁজ করা যায়না তা এই ডিসপ্লের উপরে ব্যবহারের জন্য নতুন একটি মেটিরিয়াল তৈরী করেছে Smasung। কোম্পানি জানিয়েছে কাঁচের মতোই শক্তপোক্ত নতুন এই মেটিরিয়াল। এছাড়াও ব্যবহার হয়েছে একটি নতুন আঁঠা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন